প্রশ্ন:- জনৈক ব্যক্তি হজ করে ফেরার পর লোকেরা তাকে বলছে। তার নাকি পূর্বের সকল গুনাহ মাফ হয়ে গেছে। এমনকি তার পিছনের কাযা নামাযও নাকি পড়তে হবে না। জানার বিষয় হলো তাদের এমন বলা ঠিক কি না ? 

উত্তর :- ইসলামি শরীয়তে গুনাহসমূহ তিন প্রকার। (এক)  ছোট গুনাহ । যেগুলো ভাল কাজের মাধ্যমে মাফ হয়ে যায়। দুই) বড় গুনাহ। যেগুলো তাওবার মাধ্যমে মাফ হয়ে যায়। (তিন) হকদারের অনাদায় হক। যা কেবল আদায় করার মাধ্যমেই মাফ হতে পারে।

 

তাই প্রশ্নোক্ত সুরতে উক্ত হাজির অনাদায় কৃত নামাযগুলো তো আল্লাহর হক। যা কেবল কাযা করার মাধ্যমেই মাফ হতে পারে। তাই উক্ত ব্যক্তির অনাদায় নামাযগুলোর কাযা করতেই হবে।

 

সুরা হুজুরাত – ১১; সুরা আলে ইমরান – ১৩; আল জামে লিআহকামিল কুরআন – ২/৫৬২; সহিহ বুখারী ১/২৬২; ‍সুনানে তিরমিযী – ১/২৯৩; রদ্দুল মুহতার – ২/৬২২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *