প্রশ্ন:- জনৈক ব্যক্তি ৩ লক্ষ টাকা দিয়ে অন্য ব্যক্তিকে ব্যবসায় যুক্ত করে। কিছুদিন পর অন্য আরেকজনকে অল্প টাকাতে ( ৫০ হাজার) ব্যবসায় শরীক করে নেয়। আর নিজেই শ্রম দেয়। তাদের মধ্যে শর্ত হয়, দ্বিতীয় ব্যক্তি মুদারেব ও মুশারেক হিসেবে অর্ধেক লাভ গ্রহণ করবে। (মুদারেব হিসেবে ৪০% ও মুশারেক হিসেবে ১০%) জানার বিষয় হলো তাদের এমন চুক্তি জায়েয আছে কিনা?

উত্তর :- ইসলামি শরীয়তে একসাথে মুদারেবা ও মুশারেকা ব্যবসা করাকে মুদারেব বিল আসল ও মুশারেক বিল ফারা’ বলে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তিটি মুদারেব হিসেব মূল আর মুশারেক হিসেবে তার অনুগামি। আর ব্যবসার  এমন চুক্তি জায়েয হওয়ার জন্য শর্ত হলো মুলধন দাতার লাভের পার্সেন্টস তার মাল থেকে বেশী না হওয়া। অন্যথায় উক্ত চুক্তি জায়েয হবে না।

 

রদ্দুল মুহতার – ১৭/৬৩; আল ইনায়াহ – ৮/২৭৬; আহসানুল ফাতাওয়া – ৬/৪০৩; ফাতাওয়া উসমানিয়া – ৩/৪০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *