উত্তর :- ইসলামি শরীয়তে একসাথে মুদারেবা ও মুশারেকা ব্যবসা করাকে মুদারেব বিল আসল ও মুশারেক বিল ফারা’ বলে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তিটি মুদারেব হিসেব মূল আর মুশারেক হিসেবে তার অনুগামি। আর ব্যবসার এমন চুক্তি জায়েয হওয়ার জন্য শর্ত হলো মুলধন দাতার লাভের পার্সেন্টস তার মাল থেকে বেশী না হওয়া। অন্যথায় উক্ত চুক্তি জায়েয হবে না।
রদ্দুল মুহতার – ১৭/৬৩; আল ইনায়াহ – ৮/২৭৬; আহসানুল ফাতাওয়া – ৬/৪০৩; ফাতাওয়া উসমানিয়া – ৩/৪০।
Leave Your Comments