প্রশ্ন:- জনৈক লোকের কয়েকজন সন্তান। কেউই তার সাথে সম্মানজনক আচরণ না করলে মৃত্যুুর পূর্বে তিনি তার সকল সম্পত্তি কোন মসজিদের নামে ওয়াকফ করে যান। জানার বিষয় হলো, এভাবে সন্তানদের বঞ্চিত করার বিধান কি?

উত্তর :- জীবিতাবস্থায় ব্যক্তি তার সমুদয় সম্পত্তির একক মালিক। তাই তার সম্পত্তিতে তার যেকোন ধরণের হস্তক্ষেপ শরীয়ত ও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য। তাই তার এমন ওয়াকফ করা নিসন্দেহে সহিহ।

উল্লেখ্য, ওয়াকফ একটি ইবাদত । তাই তা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই। কোন প্রকার রাগ বশত হওয়া বাঞ্ছনীয় নয়।

 

আল হিদায়া – ২/৬৪৫; ফাতাওয়া হিন্দিয়া – ২/৩৭২; ফাতাওয়া হাক্কানিয়া- ৫/৭১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *