উত্তর :- জীবিতাবস্থায় ব্যক্তি তার সমুদয় সম্পত্তির একক মালিক। তাই তার সম্পত্তিতে তার যেকোন ধরণের হস্তক্ষেপ শরীয়ত ও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য। তাই তার এমন ওয়াকফ করা নিসন্দেহে সহিহ।
উল্লেখ্য, ওয়াকফ একটি ইবাদত । তাই তা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই। কোন প্রকার রাগ বশত হওয়া বাঞ্ছনীয় নয়।
আল হিদায়া – ২/৬৪৫; ফাতাওয়া হিন্দিয়া – ২/৩৭২; ফাতাওয়া হাক্কানিয়া- ৫/৭১।
Leave Your Comments