উত্তর :- প্রাপ্ত বয়স্ক ছাত্রদের শিক্ষা-দীক্ষা দেয়ার উদ্দেশ্যে সহনীয় পর্যায়ে ( শরীরে দাগ না লাগে) শাস্তি দেয়ার অবকাশ রয়েছে। কোনক্রমেই তা মাত্রারিক্ত বা শরীরে দাগ পড়ে যায়- এমন হওয়া যাবে না। এরকম হালকা শাস্তির কারণে ছাত্র কোন অঘটন করলে তার দায়ভার শিক্ষকের উপর বর্তাবে না।
তাই প্রশ্নোক্ত সুরতে শিক্ষক যদি পড়ায় মনোযোগী করার নিমিত্তে কোন ছাত্রকে এমন হালকা কোমল আঘাত করে থাকেন। আর এতে ছাত্র পলায়ন বা আত্মহত্যা করে তার দায়ভার উক্ত শিক্ষকের উপর বর্তাবে না।
রদ্দুল মুহতার – ২৮/১২২; আল আশবাহ ওয়ান নাযায়ের – ১/২৯০; কিফায়াতুল মুফতি – ১৩/২২২;
Leave Your Comments