উত্তর:- শুফার দাবি সহিহ হওয়ার জন্য শুফার দাবিকৃত জমিকে অর্থের বিনিময়ে বিক্রি হওয়া শর্ত। জমি দ্বারা জমি পরিবর্তন মালের অন্তর্ভুক্ত।
বিধায়, প্রশ্নোল্লিখিত সুরতে জমি দ্বারা জমি পরিবর্তন করলে পার্শ্ববর্তী জমির মালিক শুফার দাবি করতে পারবে।
আদ দুররুল মুহতার – ৬/২৩১। আল বাহরুর রায়েক- ৮/২৫০। আল হিদায়া- ৪/২৯৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৬/২৮৫।
Leave Your Comments