উত্তর:- ইসলামি শরীয়ত সফরের দুরত্বের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে জল ও স্থলের আলাদা আলাদা কোন পরিমাণ নির্ধারণ করেন নাই। তাই শরীয়ত কর্তৃক নির্ধারীত পরিমাণ ( ৪৮মাইল তথা ৭৭.৭৮ কি.মি.) পথ অতিক্রম করলেই উক্ত ব্যক্তিকে মুসাফির বলা হবে। হোক সে সফর জলে করুক বা স্থলে।
রদ্দুল মুহতার – ২/৭২৫; ফাতাওয়া তাতারখানিয়া- ২/৪৯১; ফাতাওয়া মাহমুদিয়া- ৭/৭৮২।
Leave Your Comments