উত্তর:- শরীয়াতের দৃষ্টিতে জানাযার নামাযই হলো মূল দোআ। নামাযের পর দাফনের আগে পূণরায় হাত উঠিয়ে দোআ করা শরীয়াহ সম্মত নয়। যদি কেউ তা জানাযার পূর্ণতার অংশ মনে করে তা বাধ্যবাধকতার সাথে করে তাহলে তা বিদআত হিসেব গন্য হবে। এটাকে বর্জন করা সবার জন্য একান্ত কর্তব্য।
হ্যাঁ, দাফনের পর দোআ করার অবকাশ রয়েছে।
-ফাতাওয়া বায্যাযিয়্যাহ-১/৫৩, ফাতাওয়া সিরাজিয়্যাহ-১৩৩, ফাতাওয়া হাক্কানিয়্যাহ-১১/১২২.
Leave Your Comments