উত্তর :- বন্য পশুর ক্ষেত্রে তার বিধি-বিধান মায়ের উপর ভিত্তি করে আরোপিত হবে। তাই মা যদি গৃহপালিত হয় তাহলে তার বাচ্চাও গৃহপালিত গণ্য হবে। না হয় মা বন্য প্রাণী হলে বাচ্চাও বন্য প্রাণী হিসেবে গণ্য হবে। তাই প্রশ্নোক্ত সুরতে দেখতে হবে যে তার মা বন্য না গৃহপালিত? তার মা গৃহপালিত হলে তা কোরবানি করা সহিহ হবে।
আদ দুররুল মুহতার – ৬/৩২২; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৩; ফাতাওয়া কাজিখান – ৩/২৪৫; ফাতাওয়া মাহমুদিয়া- ২৪/১৩৩।
Leave Your Comments