প্রশ্ন:- জায়েদ একজন গরীব ছাত্র। পরীক্ষায় এ + প্লাস পাওয়ায় মাদরাসা থেকে হজে পাঠানো হয়। জানার বিষয় হলো যখন সে ধনী হবে। তখন কি তাকে আবার হজ করতে হবে?

উত্তর :- হজ আদায় একবার-ই ফরজ। একবার আদায় করলেই চলবে। বারবার আদায় করা ফরজ নয়।

সুরা আলে ইমরান – ৯৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮১; আল বাহরুর রায়েক  ৬/৫৪৬;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *