উত্তর: শরয়ী দৃষ্টিতে জানা যায় যে, গুনাহের কাজে মান্নত করার দ্বারা মান্নত সহিহ হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু শ্মশান গরু দান করা স্পষ্ট গুনাহের কাজ। তাই তার মান্নত সহিহ হয় নাই। বরং তা কসমে পরিণত হবে। এবং উক্ত কসমের কাফফারা আদায় করতে হবে।
সুরা মায়েদা, -৩, বুখারি ২-৯৯১, রদ্দুল মুহতার ৫-৫৩৯, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২-৭২
Leave Your Comments