উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী কসম সংঘটিত হওয়ার জন্য কসমকারি সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি যদি জিন ধরার কারণে পাগল হয়ে যায়, তাহলে তার কসম ধর্তব্য হবে না। তবে যদি তার মস্তিষ্ক সুস্থ থাকে তাহলে ধর্তব্য হবে এবং ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।
রদ্দুল মুহতার ৫/৪৯০, মাজমাউল আনহার ২/২৬৬, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২/৫৬
Leave Your Comments