প্রশ্ন:-জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর যে তাকবীরে তাশরীক পড়া হয় হাসাফী মাজহাব অনুযায়ী এ তাকবীরের বিধান কী এবং প্রত্যেক নামাজের পর কতবার পড়া উচিৎ?

উত্তর:- তাকবীরে তাশরীক বলা ওয়াজিব।  জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একাকী হোক বা জামায়াতের সাথে হোক  নারী পুরুষ উভয়ের জন্য একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। 

-আদ্দুররুল মুখতার ২/১৭৭,হিদায়া ১/১৭৪,আল বিনায়া ৩/৩৮১,মাসায়েলে রফয়ত কাসেমী ৫/৩২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *