উত্তর: শরয়ী দৃষ্টিতে জিহাদ বলা হয় দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে শ্রম দিয়ে সম্পদ নিয়ে বা কথা দিয়ে প্রচেষ্টা চালানোকে। তবে স্বীয় প্রবৃত্তি, শয়তান ও গুনাহগারদের বিরোধিতা করাও জিহাদের অন্তর্ভুক্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে তাবলীগে যাওয়াও আভিধানিক অর্থে এক ধরণের জিহাদ। তবে একে শরয়ী জিহাদ তথা কিতাল ফি সাবিলিল্লাহের স্থলাভিষিক্ত সাব্যস্ত করা বা শরয়ী জিহাদের মর্যাদা ও ফযিলতকে এধরণের শাব্দিক জিহাদের জন্য সাব্যস্ত করা দীনের তাহরীফ তথা বিকৃতি। এধরণের দীন বিকৃতিকারীরা দীন থেকে খারিজ হওয়ার সমূহ আশংকা রয়েছে।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২-২০৫, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ৩-২৬, আলফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ৩-৭১১, আপকে মাসায়েল আওর উনকা হল ৭-৫৪৯
Leave Your Comments