উত্তর :- শরীয়তের দৃষ্টিতে জীব-জন্তুর ছবি সম্বলিত ঘরে নামায আদায় করা মাকরুহ। ছবিগুলো সামনে-পিছনে, ডানে-বায়ে যেখানেই হোক না কেন। কোন অবস্থাতেই ছবি আছে এমন স্থানে নামায পড়া জায়েয নয়।
সুতরাং ঘরে জীব-জন্তুর ছবি থাকলে সে ঘরেও নামায পড়া মাকরূহ। তাতে কোন সন্দেহ নেই।
আদ দুররুল মুখতার – ১/৬৪; ফাতাওয়া হিন্দিয়া – ১/১৬৬; ফাতাওয়া হিন্দিয়া – ৩/২১৫।
Leave Your Comments