প্রশ্ন: জুমার দ্বিতীয় আজান কোথায় দেওয়া হবে? ইমামের সামনে, দরজায় নাকি বাহিরে?

উত্তর: শরীয়তের দৃষ্টিতে নামাজের ইকামত এবং জুমার দ্বিতীয় আজান শুধু উপস্থিত মুসল্লিদের জন্য দেয়া হয়, যা মসজিদের ভিতরে ইমাম বরাবর হওয়া বাঞ্ছনীয়।

 

দলিল সমূহ:

قوله:(ويؤذن ثانيا بين يديه) على سبيل السنية كما يظهر من كلامهم

(رد المحتار:٤٢/٣)

ويسن الاذان بين يدي الخطيب بعد صعوده على المنبر

(الفقه الحنفي في ثوبه الجديد:٣٢٠/١)

وإذا صعد الإمام المنبر جلس وأذن المؤذن بين يديه الاذان الثاني

(الاختيار:١٤٤/١)

الفقه الاسلامي و أدلته:٢٣٧/٢

مجمع الانهر:٢٥٤/١

فتاوى رحيمه:١٣٠/٦

فتاوى محموديه:٣٠٠/٨

كفاية المفتي:٢٤٤/٥

 

উত্তর প্রদানে :

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী

প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।

খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *