উত্তর:- রাসুল সা.এর হাদিস ও সালফে সালেহীনদের আমল দ্বারা প্রমাণিত হয় যে,জুমার ২য় আজান ইমাম সাহেবের দাড়িয়ে দেয়াই সু্ন্নাত।
সুতরাং ডানে,বামে বা অন্য কোথাও দাড়িয়ে আজান দেয়া সুন্নাহ সম্মত নয়। তবে ইমাম বরাবর পিছনের কাতার থেকে দিলেও সুন্নাত আদায় হয়ে যাবে।
– আবু দাউদ শরীফ পৃ:-১৫৫,আদ্দুররুল মুখতার ২/১৬১,বাহরুর রায়েক ২/২৭৪,বিনায়াহ ৩/৩৪২,কিফায়াতুল মুফতী ৫/২৪২
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments