উত্তর: জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে আদায় করতে পারবে না, বরং পরবর্তীতে অজু করে জোহরের নামাজ আদায় করতে হবে।
আর ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবে।
-ফাতাওয়া কাযীখান-১/৪২, আল হিদায়া-১/১৪১, বাদায়েউস সানায়ে’-১/১৭৮.
Leave Your Comments