উত্তর: কবুতরটি উড়তে সক্ষম হলে, তা ছেড়ে দিতে হবে। অন্যথায় সাধ্যানুযায়ী মালিক তালাম করবে। মালিকের সন্ধান না পেলে তার পক্ষ থেকে কোন গরীব ব্যক্তিকে সদকা করে দিবে। নিজে গরীব হলে নিজেও খেতে পারবে।
– আদ্দুররুল মুখতার- ৬/৪৪৪, রদ্দুল মুহতার- ৬/৪৪৪, ফাতাওয়া হিন্দিয়া- ২/৩১২.
Leave Your Comments