প্রশ্ন :- তাওয়াফে যিয়ারতের আগেই কোন মহিলার হায়েয চলে আসলে সে হজ পুরা করবে কীভাবে?

উত্তর :- তাওয়াফে যিয়ারতের জন্য পবিত্রতা অর্জন করা জরুরী। তাই উক্ত মহলিাকে তাওয়াফে যিয়ারত ব্যতীত বাকি আরকানগুলো আদায় করে মক্কায় অবস্থান করবে। এবং পবিত্র হওয়ার অপেক্ষা করবে। পবিত্র করার পর তাওয়াফে যিয়ারত  করে হালাল হবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১০; বাদায়েউস সানায়ে’ ৩/৬৩; ফাতাওয়া  উসমানি – ২/২২৩; ফাতাওয়া রহিমিয়া – ৮/৭৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *