উত্তর:-ঋতুস্রাব অবস্থায় মসজিদে চলাচল নিষিদ্ধ। তাওয়াফ যেহেতু মসজিদে হয়,তাই প্রশ্নেবর্ণিত সুরতে উক্ত মহিলা তাওয়াফ বন্ধ করে হজের অন্যান্য কাজ করবে এবং হজের সময় শেষ হওয়ার পূর্বে ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে পূনরায় তাওয়াফ করে নিবে। অন্যথায় দম হিসেবে একটি উট/বকরী জবাই করবে।
– আল ফিকহুল মুয়াস্সার ২১৩ পৃ, হিদায়া ১/২৬৫, জাদীদ ফিকহী মাসায়েল ২/১২২,
Leave Your Comments