প্রশ্ন:- তাকবীরে তাশরিকের দিনগুলোতে কাযা হওয়া নামাযগুলো আদায় করতে গেলে কি তাকে তাকবীর পড়তে হবে?

উত্তর :- তাকবীরে তাশরিকের দিনসমূহের কাযা হওয়া নামাযগুলো যদি তাকরীরের দিনগুলোতেই কাযা করেন তাহলে তো তাকবীর পড়তে হবে। আর যদি তাকবীরের দিনগুলোতে না পড়ে অন্য সময় কাযা করে তাহলে আর তাকবীর পড়বে না। বরং এস্তেগফার করবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/২১৩; রদ্দুল মুহতার – ২/১৭৯; ফাতাওয়া মাহমুদিয়া – ৮/৪৪৮; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ৫/২০৬-২০৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *