উত্তর: শরয়ী দৃষ্টিতে মসজিদের স্থানান্তর যোগ্য বস্তু মুতাওয়াল্লীর অনুমতিক্রমে বিক্রি করা জায়েয আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মসজিদের অপ্রয়োজনীয় মোমবাতি ইত্যাদি যে কোন প্রয়োজনে মুতাওয়াল্লীর অনুমতিক্রমে বিক্রয় করা জায়েয। তবে মাটি যেহেতু স্থানান্তর যোগ্য নয় বরং মসজিদের অবিচ্ছেদ্য অংশ। তাই মাটি বিক্রি করা জায়েয হবে না।
ফাতাওয়ায়ে কাজী খান ৩-২০৫, ইবনে কাদামাহ ৫৫৪১, ইমদাদুল ফাতাওয়া ২-৬৮৯
Leave Your Comments