প্রশ্ন: তিনজন মৃত ব্যক্তির পক্ষ থেকে গরুর এক সপ্তাংশ শরীক/একটি ছাগল কুরবানী করলে তা সহীহ হবে কিনা?

উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে  গরুর এক সপ্তাংশ অথবা একটি ছাগল তিনজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করে ঈসালে সাওয়াব করা যাবে। কিন্তু কুরবানী দাতার ওয়াজীব কুরবানী এর দ্বারা আদায় হবে না।

– রদ্দুল মুহতার- ৯/৫৩৯, আল বাহরুর রায়েক-৮/৩২৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *