উত্তর:-শরয়ী দৃষ্টিতে তিন তালাক পতিত হওয়ার পর স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে তারা পরস্পর অপরিচিত ব্যক্তির ন্যায় হয়ে যায়।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে উক্ত স্বামী-স্ত্রীর মাঝে পর্দার বিধান রক্ষা করা ফরজ। তারা পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা বলা শরয়ী দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।
– সুরা আন নুর ৩০,৩১,আবু দাউদ শরীফ২/৫৬৮, ফাতওয়ায়ে হিন্দিয়া ১০/১০, ফাতওয়ায়ে মাহমুদিয়া ১৩/৫৮৪
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments