প্রশ্ন: দাড়ি-মোচ এই পরিমাণ ঘন যে, নিচের চামড়া দেখা যায় না এমন ব্যক্তির জন্য অজুতে দাড়ি-মোচ এর নিচে চামড়া ধৌত করার বিধান কি?

উত্তর- প্রশ্ন বর্ণিত ব্যক্তির জন্য দাড়ি-মোচ এর নিচের চামড়া ধৌত করা আবশ্যক নয়, উপর দিয়ে পানি প্রবাহিত করলেই চলবে।

-রদ্দুল মুহতার-১/৯৭, ফাতাওয়া হিন্দিয়া-১/৫, হাশিয়াতুত্ব ত্বহত্বভী-৫৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *