প্রশ্ন:- দাড়ি মুণ্ডানো ও এক মুষ্টির কম কাটা ব্যক্তির আযান দেয়ার বিধান কি ?

উত্তর :- দাড়ি মুণ্ডানো ও এক মুষ্টির কম কাটা দোনোটাই কবিরা গুণাহ। আর কবিরা গুণাহ কারীকে শরীয়তে ফাসেক বলা হয়।

আর ইসলামী শরীয়তে ফাসেক ব্যক্তির আযান দেয়া মাকরূহ।

 

রদ্দুল মুহতার – ১/৫৫৯; মারাকিল ফালাহ – পৃ. ২০০; হাশিয়াতুত তাহতাভী – পৃ. ১৯৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/১১০; আপকে মাসায়েল আওর উনকা হল – ৩/৩০৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *