প্রশ্ন:- দীনি দাওয়াতের নিয়তে অমুসলিমের সাথে বন্ধুত্ব করা জায়েয আছে কি?

উত্তর:- দীনি দাওয়াতের খাতিরে অমুসলিমের সাথে সুন্দর আচরণ করা অবশ্যই জরুরী ও সওয়াবের কাজ। তবে কোন অবস্থাতেই তাদের সাথে বন্ধুত্বতা তৈরী করা যাবে না। কারণ তা অনেক সময় নিজের দীনের জন্যই ক্ষতিকর সাব্যস্ত হতে পারে।

 

সুরা মায়েদা- ৫। সুরা তাওবা- ৭১। সুনানে আবি দাউদ- ২/৬৬৪। মিশকাতুল মাসাবীহ- ১/৩৭৫। কিফায়াতুল মুফতি- ৯/৩১৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *