প্রশ্ন:- দীনি শিক্ষার সুবিধার্থে মাদরাসার ওয়াকফকৃত জমি শিক্ষকদের থাকার জন্য বাসা বাড়ী বানিয়ে দেওয়া হয় তাহলে তা বৈধ হবে কি?

উত্তর:- ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফকারীর যুক্তি সঙ্গত ও বৈধ পদক্ষেপ গ্রহণযোগ্য।

তাই প্রশ্নে বর্ণিত সুরতে শিক্ষার সুবিধার্থে মাদরাসার ওয়াকফকৃত জমিতে শিক্ষকগণের থাকার জন্য ফ্যামিলি বাসা বানানো বৈধ হবে।

 

রদ্দুল মুহতার – ৪/৩৬৭। আল বাহরুর রায়েক – ৫/৩৫৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৩৫৬। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৫/৫১৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *