উত্তর :- ইমাম সাহেব খুৎবা দেওয়ার ইচ্ছায় মিম্বরে বসার পর থেকে খুৎবা শেষ করা পর্যন্ত কথা বলা তাসবীহ নামায ইত্যাদি পড়া মাকরূহ।
তাই খুৎবা চলাকালে মুক্তাদিরা ইমামের খুৎবা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তারা তাকবীরে তাশরীক বা অন্য কোন দোআ পড়বে না।
আদ দুররুল মুহতার – ২/১৫৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/২০৮; ফাতাওয়া কাজিখান – ১/১১৩; আহসানুল ফাতাওয়া – ৪/১১৩।
Leave Your Comments