প্রশ্ন :- দুই ব্যক্তি যৌথভাবে ফ্ল্যাক্সিলোডের ব্যবসার জন্য ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে একজনের ২০ হাজার টাকা আর অপরজনের ৩০ হাজার টাকা। তারা এ মর্মে চুক্তি করেছে যে, প্রত্যেকে নিজ নিজ ক্যাশ অনুপাতে লাভ গ্রহণ করবে। কিন্তু কাজ করবে কেবল ২০ হাজার টাকা বিনিয়োগকারী, অপরজন করবে না। হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, তাদের এ যৌথ ব্যবসা সহীহ হচ্ছে কি না? যদি হয়ে থাকে তাহলে একজনের কাজ না করে নিজ বিনিয়োগকৃত পুঁজির পূর্ণ লভ্যাংশ গ্রহণ করা, আরেকজনের কাজ করেও কেবলমাত্র নিজ বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ গ্রহণ করা ঠিক আছে কি?

উত্তর :- প্রশ্নোক্ত অবস্থায় আপনাদের চুক্তিটি সহীহ হয়নি। কারণ, মোবাইল টপআপের কারবারটি শরয়ী দৃষ্টিকোণ থেকে ‘আলইজারা’ তথা শ্রমনির্ভর কাজ। এখানে অপারেটরের কাছে কিছু টাকা জমা রেখে সে পরিমাণ অর্থ একজন ব্যবসায়ী বিভিন্নজনকে ‘রিচার্জ’ আকারে দিয়ে থাকে। যার উপর সে কমিশন প্রাপ্ত হয়। সুতরাং এ কারবারের মূল হচ্ছে গ্রাহকদের মধ্যে টপআপ বিলি করা। তাই শুধু কিছু টাকা প্রদান করে এখান থেকে লাভ নেওয়ার সুযোগ নেই। অতএব যে শ্রম দিচ্ছে না, তার জন্য লাভ ভোগ করা বৈধ হবে না। তার জন্য এ লাভ সদকা করে দেওয়া জরুরি এবং তাদের জন্য এ চুক্তি ভেঙ্গে দেওয়া আবশ্যক।

 

দুরারুল হুক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ৩/৪১৭; শরহুল মাজাল্লা, আতাসী ৪/৩১৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *