প্রশ্ন:- দু’জন ব্যক্তির যৌথ অংশীদারিত্বে কোন কাজ শুরু করার পর একজন মারা গেলে মৃত ব্যক্তির ব্যবসায়িক শরীকানা বাকি থাকবে কি না?

উত্তর:-  শরীয়তের দৃষ্টিতে যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসার ক্ষেত্রে যে কোন একজন মারা গেলে তাদের ব্যবসায়িক যৌথতা আপনা আপনিই বাতিল হয়ে যায়। এতে কারো হস্তক্ষেপের অবকাশ থাকে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত যৌথ ব্যবসার ক্ষেত্রেও তাদের যেকোন একজন মারা গেলে তাদের শিরকতও বাতিল হয়ে যাবে।

 

আল হেদায়া- ৩/২৬৫। আল বাহরুর রায়েক- ৫/৩০১। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৩৩৬। ফাতাওয়ায়ে বাযযাযিয়া – ৩/১১৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/৩২৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *