উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী কাজের সময় এবং মূল্য নির্ধারণ করে অন্যের মাধ্যমে কাজ করানো এবং তার বিনিময় দেয়া নেয়া বৈধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বিদেশে লোক পাঠিয়ে তার বিনিময় নেওয়া বৈধ হবে। তবে এ ক্ষেত্রে যে কোন উপায়ে মূল্য বা কমিশনের পরিমাণ নির্ধারণ করা আবশ্যক, অন্যথায় শুদ্ধ হবে না।
ফাতাওয়ায়ে বাজ্জাজিয়্যাহ ২/২৩, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৫/১৩৭, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৫/২৮৫
Leave Your Comments