প্রশ্ন:- দেহের অভ্যন্তরীণ রোগ নির্ণয় করার জন্য বর্তমানে ডাক্তারগণ পাইন ও মেশিন গলা থেকে পেট পর্যন্ত প্রবেশ করায় যাকে এন্ডোস্কপি বলে। জানার বিষয় হলো রোযা অবস্থায় এন্ডোস্কপি করলে রোযা ভাঙ্গবে কি না?

উত্তর :- শরীয়তের বিধানুযায়ী রোযা ভঙ্গ হওয়ার জন্য কোন জিনিস গ্রহণযোগ্য রাস্তা দিয়ে পেটে বা দেমাগে পৌঁছা এবং সেখান থেকে যাওয়া শর্ত।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে এন্ডোস্কপি করানো দ্বারা রোজা ভাঙবে না। তবে হ্যা যদি পাইপের সাথে তরল কোন  ঔষধ লাগানো থাকে  আর তা পেটে পৌছে তাহলে তার দ্বারা রোযা ভেঙ্গে যাবে।

 

রদ্দুল মুহতার – ২/৩৯৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/২৬৭; ফাতাওয়া সিরাজিয়্যা – ১/১৬১; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/১৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *