উত্তর :- পুরুষের ই’তিকাফ সহীহ হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করা হয় এমন মসজিদ হওয়াই যথেষ্ট।
সুতরাং, প্রশ্নে বর্ণিত সুরতে ই’তিকাফ আদায় হয়ে যাবে।
আল কুরআনুল কারীম, সূরা বাকারা -১৮৭। সুনানে আবি দাউদ পৃ. -৩৩৪। বাদাইয়ুস সানায়ে’ -৩/১৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/২৭৪। ফাতাওয়ায়ে মাহমুদিয়া – ১০/২২৭।
Leave Your Comments