উত্তর :- নাবালেগের উপর হজ ফরয নয়। যদি করে তাহলে তা নফল বলে গণ্য হবে। আর বালেগ হওয়ার পর নেসাব পরিমাণ মালৈর মালিক হলে তার উপর হজ ফরয হয়। আর কোন নফল ইবাদত ফরয ইবাদতের সমান বা স্থলাভিষিক্ত হতে পারবে না।
তাই উক্ত নাবালেগ ছেলে বালেগ হওয়ার পর তার উপর হজ ফরয হলে তাকে পুনরায় হজ আদায় করতে হবে।
ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮০; ফাতাওয়া কাজিখান- ১/১৭২; হাশিয়াতুত তাহতাভী – ১/৭২৭; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/২৪৪।
Leave Your Comments