উত্তর:- শরীয়তের মুলনীতি হলো যেই জিনিসকে শরীয়ত অপরিহার্য করে নেওয়া বিদআত এবং গুনাহের কাজ। আর যদি কেউ এট না করে তাদেরকে গালমন্দ করা হয় তাহলে তা ছেড়ে দেয়া আবশ্যক।
সুতরাং আল্লাহর হাবিবের শানে দরূদ পড়া এবং বর্ণিত আয়াত পড়া শরয়ী দৃষ্টিতে সাধারণ অনুমতি থাকলেও বর্তমানে যেভাবে এটাকে বাধ্য-বাধকতার সাথে গ্রহণ করে আমল করা হচ্ছে এবং কেউ না করলে তাকে গালমন্দ করা হচ্ছে। যেমনটা দরূদ পরিত্যাগকারীদের ক্ষেত্রে করা হয় তা নিসন্দেহে বিদআত। এধরণের কাজ হতে বিরত থাকা জরুরী।
আদ দুররুল মুখতার – ২/১২০; ফাতাওয়া হিন্দিয়া – ১/১৯৬; ফাতাওয়া উসমানি – ১/১১৩।
Leave Your Comments