অনেকে মনে করেন, পশুর শিং অল্পস্বল্প ভাঙ্গা থাকলেই ওই পশু দ্বারা কুরবানী হবে না। এ ধারণা ঠিক নয়। সহীহ মাসআলা হল, যে পশুর শিং একেবারেই গােড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানী জায়েজ নেই। পক্ষান্তরে যে পশুর শিং আংশিক ভেঙ্গে গেছে বা শিং একেবারেই উঠেনি সে পশু দ্বারা কুরবানী করা জায়েজ। -জামে তিরমিযী ১/২৭৬ ; সুনানে আবু দাউদ ৩৮৮; বাদায়েউস সানায়ে। ৪/২১৬ ; রদ্দুল মুহতার ৬/৩২৪; আলমগীরী ৫/২৯৭
Leave Your Comments