প্রশ্ন: পশু ক্রয়-বিক্রয় সত্ত্বেও যদি কোন বাধা-বিপত্তির কারণে “আইয়ামে নহর” এর মধ্যে তা যবাহ করতে না পারে, তাহলে তার হুকুম কি?

উত্তর: প্রশ্নে বর্ণিত সূরতে যদি কুরবানীদাতা গরীব হয়, তাহলে সে উক্ত জন্তু জীবিত সদকা করে দিবে। আর যদি ধনি হয়, তাহলে সে  উত্ত জন্তু বা তার মুল্য সদকা করবে।

– আদ্দুররুল মুখতার-৯/৪৬৩, আল বাহরুর রায়েক-৮/৩২২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *