প্রশ্ন:-পারিবারিক কলহের কারণে যদি কোন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়ার ইচ্ছা পোষন করে এবং বলে যে যদি তোমার বাবা চায় তাহলে তোমাকে দিলাম। স্ত্রীর বাবা এ সংবাদ পাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে তিনদিন পর সিদ্ধান্ত জানাল এবং তালাকের ব্যাপারে সম্মতি দিল। এখন ঐ মহিলার উপর কোন ধরনের তালাক হবে এবং কয় তালাক পতিত হবে?

উত্তর:-মেয়ের বাবা সংবাদ পাওয়ার সাথে সাথে সম্মতি ও সিদ্ধান্ত না জানিয়ে দেরী করায় তার এখতিয়ার রহিত হয়ে গেছে। বিধায় এখানে কোন ধরনের তালাক পতিত হবেনা। 

আদ্দুররুল মুখতার ৪/৫৭৭,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৪৪১,বাদায়েয়ুস সানায়ে ৪/২৬৬,বাহরুর রায়েক ৪/৬২, ফাতহুল কাদীর ৪/১২১ .

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

 

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *