উত্তর :- হজ একবারই ওয়াজিব হয়। তাই প্রথম বার যখন সে হজ করেছে তখন যদি বাবা তাকে হজ আদায় করার সময় দেয়া টাকাগুলোর মালিক বানিয়ে দিয়ে থাকে তাহরে পরবর্তীতে তাকে আর হজ আদায় করা লাগবে না। আর যদি মালিক বানিয়ে দিয়ে না থাকে তাহলে পরবর্তীতে তাকে আবার হজ আদায় করতে হবে।
রদ্দুল মুহতার – ১/৪৫৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮১; ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৪৬৮; আল বাহরুর রায়েক – ২/৫৪৬।
Leave Your Comments