উত্তর: কুরআনের ভাষ্যমতে, উত্তরাধিকার একটি পাপ্য অধিকার যা আল্লাহ প্রদত্ত, কারো বঞ্চিত করার সুযোগ নেই।
সুতরাং প্রশ্নেবর্ণিত পিতা যদি কোন কারণে রাগ করে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চায়, তাহলে সে বঞ্চিত হবে না। পিতার মৃত্যুর পর সে সম্পদের অধিকারী হবে। তবে পিতার জীবদ্দশায় অন্যদেরকে মালিক বানিয়ে দিলে ঐ ছেলে সম্পদ থেকে মাহরুম হবে।
-সুরা নিসা-১১, সহীহুল বুখারী-২/৯৯৯, মিশকাতুল মাসাবিহ-২৬৬.
Leave Your Comments