প্রশ্ন:- পীর সাহেবের নামে মান্নত করলে নিজের ভালো উদ্দেশ্য হাসিল হয়। এমন আকিদা পোষণ করা যাবে কি?

উত্তর :- আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে মান্নত করা এবং তার দ্বারা নিজের উদ্দেশ্য হাসিল হওয়ার বিশ্বাস শিরকের অন্তর্ভূক্ত।

 

সুরা ফাতির – ১৩; সুরা আ’রাফ – ১৯৭; হাশিয়াতুত তাহতাভী – পৃ. ৬৯৩; ফাতাওয়া মাহমুদিয়া – ১/২৮২; ফাতাওয়া রশিদিয়া – পৃ. ৫৫০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *