প্রশ্ন:- পুকুরের পানি বিক্রয় করা জায়েয আছে কি না?

উত্তর:- শরয়ী দৃষ্টিতে যদি কোন ব্যক্তি নিজের জায়গায় পুকুর খনন করে অত:পর সেখানে পানি হেফাজত করে এবং তা দেখা-শুনা করে, তাহলে ঐ পানি তার মালিকানা হওয়ায় তা ক্রয়-বিক্রয় করা জায়েয আছে।

– আল হিদায়া- ৩/২০, হাশিয়া ইবনে আবেদীন-৭/২৫৮, ফাতাওয়া হিন্দিয়া- ৩/১২১.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *