উত্তর :- বিনা প্রয়োজনে কোন প্রাণীর ছবি উঠানো বা মূর্তি বানানো এবং লেন-দেন করা নাজায়েয ও হারাম। তাই কোন মুসলমানের জন্য উক্ত কাজ থেকে বিরত থাকা জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কোন প্রাণীর ছবি বা মূর্তিযুক্ত খেলনার ব্যবসা করা হারাম।
সহিহ বুখারী – ১/২৯৯; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/১১৬; কিতাবুল মুফতি – ১১/১১২।
Leave Your Comments