উত্তর :- শরীয়তের বিধান হল মোহর যদি নগদ পরিশোধের শর্তে নির্ধারণ করা হয় এবং স্বামীও যথেষ্ট সম্পদশালী হয়। তাহলে নেসাব নির্ধারণের ক্ষেত্রে উক্ত টাকাও ধর্তব্য হবে। চাই স্বামী তা পরিশোধ করুক বা না করুক। আর যদি নগদ পরিশোধের শর্ত না হয় তাহলে নেসাব নির্ধারণের ক্ষেত্রে তা ধর্তব্য হবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ঐ মহিলার স্বামী সম্পদশালী হয় এবং নির্ধারিত মোহরের টাকা নগদ পরিশোধযোগ্য হয় তাহলে ঐ মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে। অন্যথায় ওয়াজিব হবে না।
রদ্দুল মুহতার – ৯/৫২০। আল বাহরুর রায়েক- ৮/৩২০। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৩৩৭। ফাতাওয়ায়ে রহিমিয়া- ১০/২৬।
Leave Your Comments