উত্তর :- পশু পাখি বংশ বিস্তার হয় মা থেকে। অর্থাৎ মায়ের যে হুকুম বাচ্চার সেই হুকুম।
সুতরাং নর হরিণের বকরীর সাথে মেলামেশা করার দ্বারা যে-ই বাচ্চা হবে সেটা কুরবানি করা জায়েয। অন্যথায় নয়।
আদ দুররুল মুখতার – ৬/৩৩১; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৩; আল হিদায়া – ৪/৪৪৯; ফাতাওয়া মাহমুদিয়া – ২৪/১৩৩।
Leave Your Comments