উত্তর :- বদলী হজের শর্তাবলী নিম্নে দেয়া হলো,
১) যার পক্ষ থেকে হজ আদায় করা হবে সে ব্যক্তি নেসাবের মালিক হওযার পাশাপাশি হজ পালনে অক্ষম হতে হবে।
২) তার এ অক্ষমতা মৃত্যু পর্যন্ত বাকি থাকতে হবে।
৩) বদলী হজের অনুমতি থাকতে হবে।
৪) এহরামের সময় অক্ষম ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করতে হবে।
৫) অক্ষম ব্যক্তির সম্পদ দ্বারা হজ আদায় করতে হবে।
ফাতাওয়া শামি – ২/৬০০; ফাতাওয়া মাহমুদিয়া – ২২/৪২৭; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/৩৫৪।
Leave Your Comments