উত্তর: শরয়ী দৃষ্টিতে বদলী হজ্জ আদায়কারী অবশ্যই তার মুয়াক্কেলের পুরাপুরি আনুগত্য করা জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে বদলী হজ্জ আদায় করীর জন্য তার মুয়াক্কেলের আদেশের বিপরীতে হজ্জে ইফরাদ করাটা উচিৎ হয়নি। তবে যেহেতু করে ফেলেছে তাই, গ্রহণযোগ্য মতানুযায়ী মুয়াক্কেলের হজ্জ আদায় হয়ে যাবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১-৩৩২, আলফিকহু আলা মাজাহিবিল আরবাআ ১-৫৩৬, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ৪-২৬১
Leave Your Comments