প্রশ্ন: বর্তমানে অনেকেই জীবন বীমা, গাড়ী বীমা নামে বীমা করছে। কোন সময় কোন দুর্ঘটনা হয়ে গেলে বীমা কোম্পানী থেকে মোটা অংকের টাকা উসূল করে নেয়। এখন আমার প্রশ্ন হল- এ ধরণের বীমার শরয়ী হুকুম কি?

উত্তর: প্রশ্নেবর্ণিত বীমা সমূহে সূদী কারবার বিদ্যমান থাকায় তা নাজায়িয ।তবে সরকারের বাধ্য-বাধকতার কারণে বীমা করা লাগলে, সে গুনাহগার হবে না। সেক্ষেত্রে নিজের জমাকৃত টাকার অতিরিক্ত গ্রহণ করতে পারবে না।

-খুলাসাতুল ফাতাওয়া-৩/৫৩-৫৪, আল হিদায়া-৩/৭৬, আহসানুল ফাতাওয়া-৭/২৪.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *