উত্তর:- কোরআন হাদিস দ্বারা কেবল মাত্র নবুওয়াতের ধারাবাহিকতা বন্ধ হওয়ার বিষয়টি প্রমাণিত। কেয়ামত পর্যন্ত মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় সমাধানের জন্য ইজতিহাদের বিকল্প নাই। শরীয়তের নিয়ম অনুযায়ী কেয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজা খোলা থাকবে । তাই নির্দষ্ট শর্ত সাপেক্ষে কোরআন হাদীস সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তিবর্গ বর্তমান সময়েও কোরআন হাদীস থেকে ইজতিহাদ করতে পারবে।
সুরা নিসা- ৫৯। রদ্দুল মুহতার – ১/৭৭। উসুলুল ইফতা – পৃ. ৬৭। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ২/৩২।
Leave Your Comments